Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে মাদক ও অবৈধ জাল উদ্ধার, আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার মাদক ও নিষিদ্ধ কার্টে জাল উদ্ধার হয়েছে এবং আটক হয়েছে ১ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত আনুমানিক রাত ১২.৪৫ টাায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৩০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোল্টির মোড় নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১১০ কেজি নিষিদ্ধ করেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৪০ হাজার টাকা। অপরদিকে একইদিন রাত আনুমানিক ১১.৫০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মারার পাড়া মাঠে নায়েক মো. মিজানুর রহমান এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান চালায়।

অভিযানে ডিগ্রিরচর এলাকার মো. আবুল মাঝির ছেলে মো. আলম (২৮) কে ভারতীয় ১৪৪ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মুল্য ৫৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও কারেন্ট জালের সিজার মূল্য ৪লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।