নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার সকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় খুলনা ৩ আসনের এমপি সালাম মোর্শেদী, খুলনা ৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু, ৫ আসনের এমপি নারায়ন চন্দ্র, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী সহ খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।