দিনাজপুর প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবরের ‘পল্টন ট্রাজেডি দিবস’ স্মরণে দিনাজপুরের বিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার।
বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টনে রাজনৈতিক সংঘর্ষে বহু জামায়াত কর্মী নিহত ও আহত হন। তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। বক্তারা পল্টন ট্রাজেডিতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা রোধে গণতান্ত্রিক মূল্যবোধ ও সহনশীল সংস্কৃতি চর্চা জরুরি।
পল্টন ট্রাজেডিতে নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছর ২৮ অক্টোবর ‘পল্টন ট্রাজেডি দিবস’ পালন করে আসছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

