Nabadhara
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ট্রাক চাপায় ১ জন নিহত আহত ১

ঝালকাঠি প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ট্রাকচাপায় পথচারী ব্যবসায়ী নিহত হয়েছেন। সাথে থাকা কবির হোসেন (৫৮) নামের এক ব্যক্তিও গুরুতর আহত হয়েছন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে পথচারী ব্যবসায়ী আলম হোসেন (৫০)কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার দুপুর দেড়টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা নামক স্থানের ইউপি ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে আলম ও কবির রাস্তার পাশে দাড়ানো ছিলো। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকেই চাপা দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে আলম নামের ব্যবসায়ী নিহত হন। নিহত এবং গুরুতর আহত কবির হোসেনকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী আলমকে মৃত ঘোষণা করেন এবং কবিরের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ডাক্তার মৃত ঘোষণা এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, তবে জোর চেষ্টা চালাচ্ছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।