Nabadhara
ঢাকারবিবার , ২২ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে বড় বোনের আঘাতে ছোট বোনের মৃত্যু

MEHADI HASAN
আগস্ট ২২, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বোনের আঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে।। শনিবার দুপুরে উপজেলার পাড়েরহাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের আ: রব তালুকদারের বড় মেয়ে কামরুন্নাহার মিনুর (৫০) সাথে ছোট বোন মাকনু আক্তারের (৩৫) টেবিল ফ্যান নিয়ে বিতর্ক হয়। এ নিয়ে দু’বোন ও বড় বোনের ছেলে-মেয়েদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মাকনু আক্তার ঘরের মেঝেতে পড়ে যায়। এতে মাকনু আক্তার মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য মহাসিন বলেন, আ: রব তালুকদারের ছেলে-মেয়ের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব ছিল। সম্পত্তি ভাগের জন্য কয়েক দিন আগে দু’বোন বাবার বাড়িতে আসে। তারা সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ মৃত্যুর ঘটনা ঘটিয়েছে।

মৃত মাকনু আক্তারের স্বামী মো: কামাল হোসেন জানান, আমার স্ত্রী মাকনু আক্তার ও তার বোন কামরুন্নাহার মিনুর মধ্যকার সম্পর্ক ভালো ছিল না। একটি টেবিল ফ্যানকে কেন্দ্র করে কথা কাটা-কাটির সময় মাকনু আক্তারকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়া হয়। পরে তাকে নিয়ে আমি পিরোজপুর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার মাকনুকে মৃত ঘোষণা করেন।

বড় বোন কামরুন্নাহার জানান, অনেক দিন পরে আমরা দু’বোন বাবার বাড়ি সংস্কারের জন্য একত্র হই। একটি টেবিল ফ্যানকে কেন্দ্র করে কথা কাটা-কাটি হলে বোন মেঝেতে পড়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এম শামিম আহমেদ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, বোনে-বোনে পারিবারিক দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড় বোন কামরুন্নাহার, বোনের মেয়ে সুমানা, ইবনে জাহান ও ছেলে ছিয়ামকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।