Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দীনিয়া বৃত্তি পরীক্ষায় ঝালকাঠিতে প্রথম কাঠালিয়ার কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি জেলায় দীনিয়া মাদ্রাসা বোর্ডের আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারস্থ নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসাটি।
এ বছর জেলায় মোট ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, এর মধ্যে কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসার ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে এই প্রতিষ্ঠানটির। যা জেলার অন্য যেকোন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি।

২০২৩ সালে যাত্রা শুরু করেও অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যায়নরত এবং ১০ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

দীনিয়া ও নুরানি শাখার পাশাপাশি এখানে রয়েছে হেফজ মাদ্রাসা ও ইয়াতিমখানা, যা এলাকার অনগ্রসর শিক্ষার্থীদের জন্য বিশেষ অবদান রাখছে।

কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন ছয়জন তরুণ শিক্ষানুরাগী। এরা হলেন, মো. রিয়াজুল ইসলাম খান, মো. কামাল হোসেন, মো. নাজমুল হোসেন, মো. ওবাইদুল্লাহ, মো. নুরুন্নবী এবং মো. আল আমিন খান।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মতে, তাদের আন্তরিকতা, পরিশ্রম ও দিকনির্দেশনার ফলেই অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

কৈখালী নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদ্রাসার এই অর্জন শুধু প্রতিষ্ঠান নয়, সমগ্র কাঠালিয়া উপজেলার জন্যই এক গৌরবের বিষয়। এটা দীনিয়া শিক্ষাক্ষেত্রে কাঠালিয়ার গৌরবময় অর্জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।