Nabadhara
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
নভেম্বর ১, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সান জেনারেল হাসপাতাল। এ লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করে।

 

সভায় বক্তারা বলেন, হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সমিতির নির্ধারিত ফি সাধারণ মানুষের নাগালের বাইরে। উপকূলীয় এই উপজেলার মানুষের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে সান জেনারেল হাসপাতাল সব ধরনের পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

 

এছাড়া হাসপাতালটি স্বল্পমূল্যে সেবা নিশ্চিত করতে নরমাল ডেলিভারির ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং সিজারিয়ান অপারেশনের ফি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। আবাসিক রোগীদের জন্য সাধারণ বেডের ভাড়া প্রতিদিন ৩০০ টাকা এবং কেবিনের ভাড়া ১২০০ টাকা ধার্য করা হয়েছে, যেখানে কর্তব্যরত চিকিৎসকের ভিজিট চার্জ অন্তর্ভুক্ত।

 

হাসপাতালের চেয়ারম্যান আলউদ্দিনের সভাপতিত্বে ও জিএম ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ডা. দেলোয়ার হোসেন হেলাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুর রহমান এবং ডা. এনায়েত উল্লাহ রুবেল।

 

বক্তারা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ, যা সোনাগাজীর স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।