Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের পক্ষে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার বিকেলে জুনিয়াদহ বাজারে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সমাবেশের সভাপতিত্ব করেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন।

 

সমাবেশে বক্তব্য রাখেন জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পথসভা শেষে গণমিছিল জুনিয়াদহ বাজার থেকে নৌহিড় মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখানে একটি শেষ পথসভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।