আবদুল জলিল সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমনার চরাঞ্চলে অবস্থিত বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের আলাদা একটি উপজেলা গঠনের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঘন্টাকালব্যাপী বামনজানি-কাজিপুর সড়কে মানববন্ধনের আয়োজন করে “যমুনা উপজেলা” বাস্তবায়ন পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, কাজিপুর উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৬টি ইউনিয়ন যমুনা নদীর পূর্বপাড়ে এবং বাকি ৬টি পশ্চিমপাড়ে। তবে পূর্বপাড়ের ৬ ইউনিয়ন মূলত বিচ্ছিন্ন। চরবাসীর প্রয়োজনে উপজেলা শহরে যেতে প্রমত্তা যমুনাকে পাড়ি দিয়ে যেতে হয়। এতে করে পুরো দিন শেষ হয়ে যায়।
একারণে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক কার্যক্রম ও সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া চরাঞ্চলের পৌণে দুই লাখ মানুষের জন্যে নেই কোন সরকারি চিকিৎসা ব্যবস্থা।
তারা আরো বলেন, চরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো কৃষি। তাদের উৎপাদিত ফসলাদি সংরক্ষণ ও পরিবহনে মেলেনা কোন সরকারি সহায়তা। সরকার এসব ইউনিয়ন থেকে রাজস্ব সংগ্রহ করলেও চরবাসী শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও অন্যান্য সেবায় চরম বৈষম্যের শিকার। এ কারণেই চরাবাসীর একটি প্রশাসনিক ইউনিট দরকার বলে তারা জানান। “যমুনা উপজেলা”, নামের এই প্রশাসনিক ইউনিট চালু হলে এখানকার মানুষের উন্নয়ন ও সেবার সুযোগ বাড়াবে বলে তারা দাবী করেন।
সমাবেশে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, শিক্ষক ও বিশিষ্ট কবি আলতাফ হোসেন, প্রকৌশলী ফরিদুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান সুমন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাকি বিএসসি প্রমুখ। # (ছবি আছে)

