পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউক্ষেত থেকে তনজিনা আক্তার (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত তনজিনা ওই এলাকার মৃত চাল ব্যবসায়ী মজিবর রহমানের স্ত্রী। তাঁর তৌহিদুল ইসলাম (১৩) ও তামিম (৮) নামে দুই ছেলে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তনজিনার স্বামী মজিবর রহমান মারা যান। এরপর একই গ্রামের দিলু হোসেনের ছেলে মিনাল (২৭)-এর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তনজিনার। প্রায় দুই মাস আগে তাঁরা গোপনে বিয়ে করেন এবং মির্জাপুর বাজারে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
বিয়ের পর থেকেই মিনালের পরিবারের চাপের মুখে ছিলেন তনজিনা ও মিনাল। পারিবারিক বিরোধের জেরে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে আদালতে। ওইদিন রাতে তনজিনা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাঁকে অন্ধকার স্থানে আটকে রেখে মিনাল পালিয়ে গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার সকালে ধামোর মধ্যপাড়া গ্রামের এক লাউক্ষেতে স্থানীয়রা লাউ তুলতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে বারঘাটি তদন্ত কেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনালের বাবা দিলু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

