একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর পলাশ প্রাঙ্গণ থেকে একটি বিশাল নারী সমাবেশ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পলাশ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন পয়েন্টে জনসংযোগ ও লিফলেট বিতরণ করে।
এ সময় স্থানীয় নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুলাহ আল নোমান বলেন, রাজনৈতিক দীর্ঘ পথচলায় আবুল মনসুর শওকত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (৯১-৯৭) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আবারও জেলা ছাত্রদলের আহবায়ক (৯৭-৯৮) এবং জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন (৯৮-২০০২), ২০০২ সালে জেলা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি হন, পরবর্তীতে ২০২৪ নভেম্বর ঘোষিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। সুনামগঞ্জ -৪ আসনের গণমানুষ আবুল মনসুর শওকত ভাইকে এমপি হিসেবে দেখতে চায়।
আবুল মনসুর শওকত বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির একজন কর্মী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আমি দলের দুঃসময় থেকে আজ পর্যন্ত মাঠে কাজ করছি, আমি আশাবাদী দল সুনামগঞ্জ -৪ আসনে আমাকে ধানের শীষে মনোনয়ন দিবে। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ -৪ আসনের জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
সমাবেশে আসাা হাজার হাজার নারী কর্মীরা সমাবেশ স্থলে শওকত ভাই শওগত ভাই স্লোগানে স্লোগানে মুখরিত করেন। তাদের মতে দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক আবুল মুনসুর মো: শওকতকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।

