Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলা-১ এ বিএনপি প্রার্থী নবী আলমগীরকে ব্যাপক সংবর্ধনা

Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ঢাকা থেকে ভোলায় আসলে তাকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোলাম নবী আলমগীর ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তিনি সিক্ত হন।

সকাল ১০ টা থেকে দলীয় নেতা কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইলিশা লঞ্চঘাটে জড়ো হতে থাকে। ইলিশা লঞ্চ ঘাট এলাকা থেকে জেলা শহরের দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তার দু’পাশে জনতার ঢল নামে । পরে দুপুর ১টার দিকে গোলাম নবী আলমগীর ঢাকা থেকে লঞ্চযোগে ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছলে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় দলীয় কার্যালয়ে এসে পৌঁছান।

এ সময় আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আমি আপনাদের সন্তান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা -১ আসনের সাধারণ মানুষের সেবা করার জন্য সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি এলাকার উন্নয়নে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান। পাশাপাশি সকলে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্মআহ্বায়ক হুমায়ূন কবির সোপান, হারুন অর রশিদ ট্রম্যান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।