কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসন আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালাপাড়া ইউনিয়নকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক হারাগাছ পৌরসভা দল।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’— এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কৃতি খেলোয়াড় সফিকুল আলম সফির পরিচালনায় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এবারের টুর্নামেন্টে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৭টি দল অংশ নেয়।
টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য হারাগাছ পৌরসভা দলের মো. রিগান নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত।

