Nabadhara
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নিখোঁজের একদিন পর শিশু নয়নের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, চিতলমারী
নভেম্বর ৮, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

চিতলমারীর সুড়িগাতী গ্রাম থেকে নিখোঁজের একদিন পর নয়ন শিকদার নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নয়ন শিকদার উপজেলার সুড়িগাতী গ্রামের মোশারেফ শিকদারের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মৃত নয়নের মা ফরজানা আক্তার জানান, শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাড়ির সামনে থেকে তার ছেলে নয়ন নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে শান্ত হালদার ঘেরে কাজ করতে গেলে নয়নের মরদেহ দেখতে পান। তার চিৎকারে নয়নের পরিবার এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।