পঞ্চগড় জেলা প্রতিনিধি
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পঞ্চগড় জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের পাটি সেন্টারের হল রুমে আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলে নুর (বাচ্চু), সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তবিরুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভার সভাপতিত্ব করেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্টু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।
সভায় সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয় নিয়ে বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত জেলা কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন, হেজারুল ইসলাম; যুগ্ন-সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, জাহাংগীর আলম; কোষাধক্ষ্য ছাদেকুল ইসলাম; প্রচার ও প্রকাশনা ইমরান হোসেন রাজু; দপ্তর মাহাবুব আহসান; সাংস্কৃতিক গোপাল চন্দ্র; সেমিনার স্নিগ্ধা খন্দকার নেহা; সদস্য জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।

