Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মাদক সহ পাঁচজন আসামী গ্রেফতার

MEHADI HASAN
আগস্ট ২৭, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৫৩ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাহালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার কাহালপুর গ্রামের রজব আলী শেখের ছেলে রাজন শেখ(২৪) একই এলাকার আজিজুল মল্লিকের ছেলে মোঃ বোরহান মল্লিক(২৪) এবং সালাম খন্দকারের ছেলে রায়হান খন্দকার(২১)। আসামীদের বিরুর্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

অপর অভিযানে বৃহস্পতিবার ১২ টায় গাঁজা সেবনের অপরাধে উপজেলা গাওলা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের কালিপদ মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল (২৬) এবং একই উপজেলার গাড়ফা গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে হাফিজুর (২৬) কে আটক করে। আসামীরা অভ্যাসগত মাদকসেবী। বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের মাদকসহ ও মাদক সেবন কালে আটক করা হয়। আসামী তিন জনের বিরুর্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং অন্য আসামীদের মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের সাজা দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান নিয়মিত চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।