Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শিশু অপহরণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় সুজন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চর কোডালতলী এলাকার সিরাজ বাঘার ছেলে ব্যবসায়ী সুজন জামালপুরে বাণিজ্য মেলায় ব্যবসা করতে এসে শহরের ফিশারী মোড় এলাকায় পিয়ারুল ইসলামের (৪২) একটি গোডাউন ভাড়া নেন। পরিচয়ের সুবাদে তিনি পিয়ারুল ইসলামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। পরিবার রাজি না হওয়ায় ২০২২ সালের ২১ নভেম্বর স্কুলে যাওয়ার পথে সুজন ও তার সহযোগীরা মেয়েটিকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর একই বছরের ৪ ডিসেম্বর ভুক্তভোগীর মা নাছিমা বেগম (৪০) জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ১৯ এপ্রিল সুজনকে একমাত্র অভিযুক্ত হিসেবে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রায় এক মাস পর আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত মেয়েটিকে উদ্ধার করে।

মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে দোষী প্রমাণিত হওয়ায় আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত নির্দেশ দেন, জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে প্রদান করতে হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, “আসামি বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের পর থেকে দণ্ড কার্যকর হবে।”

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোবারক। রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী বা পরিবারের সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।