পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে কৃষকদের উদ্ধুদ্ধ করতে সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী ও পশ্চিম গোপীনাথপুর গ্রামে এসব সভা পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন।
সরেজমিনে কথা হলে তিনি জানান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল এর নির্দেশে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গ্রামে কৃষকদের নিয়ে নিয়মিত সভা ও উঠান বৈঠক করছেন।
তিনি বলেন, “রোপা আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগে জমি অনেক সময় পতিত থাকে। এ সময়ে জমিতে সরিষা আবাদ করলে কৃষকরা বাড়তি আয় করতে পারবেন এবং দেশের তেলের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।”
এ বছর তার ব্লকে ৩৮ হেক্টর জমিতে সরিষা, ১ হেক্টর জমিতে সূর্যমুখী ও ১ হেক্টর জমিতে সয়াবিন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের কৃষক ফিরোজ মিয়া বলেন, “এসএএও শর্মিলা শারমিন আমাদের গ্রামে সরিষা চাষ বাড়াতে উঠান বৈঠক করছেন। এতে আমরা অনেক উৎসাহিত হয়েছি। আমি এবার ১৫ বিঘা জমিতে সরিষা, ২ বিঘায় সূর্যমুখী ও ১ বিঘায় সয়াবিন চাষের পরিকল্পনা করেছি।”
উল্লেখ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন তেল ফসলের আবাদ সম্প্রসারণে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিগত বছরে গাইবান্ধা জেলায় প্রথম এবং রংপুর অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করে সম্মাননা পেয়েছিলেন।

