পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জেলা পুলিশের মোটরযান শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

