পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বাংলাভিশন ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সভাপতি এবং নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক সমকালের সফিকুল আলম, দৈনিক করতোয়ার সামসউদ্দীন চৌধুরী কালাম ও নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা। যুগ্ম সম্পাদক হয়েছেন এখন টিভি ও কালের কণ্ঠের লুৎফর রহমান।
অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ (বিজয় টিভি), কোষাধ্যক্ষ ইকবাল বাহার (দৈনিক আমার বার্তা), দপ্তর সম্পাদক বদরুদ্দোজা প্রধান বাধন (দৈনিক লোকায়ন), সাহিত্য, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু নাঈম (বাসস ও রাইজিংবিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সম্রাট হোসাইন (দৈনিক ইনকিলাব), সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক আবু সালেহ মো. রায়হান (ডিবিসি নিউজ ও প্রতিদিনের বাংলাদেশ), পরিবেশ ও পর্যটন সম্পাদক সাবিবুর রহমান সাবিব (দৈনিক মানবজমিন)।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন রনিক (আলোকিত উত্তর) ও রফিকুল ইসলাম (৭১ টিভি)।
নতুন নেতৃত্বের প্রতি প্রেসক্লাবের সদস্যরা শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন—এই কমিটির হাত ধরে পঞ্চগড়ের গণমাধ্যমকর্মীদের ঐক্য ও পেশাগত মান আরও সুদৃঢ় হবে।

