কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে লোহাজুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। পরে ছাত্রলীগের নেতৃত্বে বানিয়া গ্রামে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে এবং পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অংশগ্রহণকারীরা সরকারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালায়। এসময় মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে মো. কালা মিয়া (৫০) নামে একজনকে আটক করা হয়। তিনি লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বলেন, “মশাল মিছিলে অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

