মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাছ বহনকারী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রাহুল মিয়া (২১) নামের একজনের মৃ ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের পাঁচবিবি – হিলি সড়কের উত্তর কৃষ্ণপুর গ্রামের কালি মন্দির সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাহুল উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় , রাহুল বাগজানা বাজার হতে মোটরসাইকেল যোগে আটাপাড়া যাওয়ার পথে উত্তর কৃষ্ণপুর কালী মন্দিরের সামনে পৌছিলে হিলির দিক থেকে আসা মাছের পিকআপ গাড়ি (যার রেজিঃ নং১৯-৫৮৮০) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাহুল পাকা রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত্যু ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

