পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের লাহেরীপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্তে ধামেরঘাট বিজিবির ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালগুলো আটক করেন। জব্দকৃত মালিকবিহীন পণ্যের মধ্যে ১৯ পিস ভারতীয় শাড়ী ও ৯০ পিস ভারতীয় শাল চাদর রয়েছে।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

