Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪ এনসিপির প্রার্থী মাহমুদুল হাসান

খুলনা প্রতিদিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিদিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি খুলনা–৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান জানান, তিনি শাপলা কলি প্রতীক নিয়ে জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের জায়গা থেকে সামনে এগোতে চান। তিনি বলেন, “আমি জাতীয় নাগরিক পার্টি–এনসিপি থেকে খুলনা–৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন নিয়েছি। শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী, সহযোগী ও সহযোদ্ধাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—তাদের দিকনির্দেশনাই আমাকে এগিয়ে যাওয়ার সাহস জোগায়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ।”

এনসিপির স্থানীয় নেতৃত্ব জানান, মাহমুদুল হাসানের মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে খুলনা–৪ আসনে নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি এসেছে। তাঁরা মনে করছেন, দলীয় পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং তৃণমূলেও উৎসাহ তৈরি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে যে, এনসিপির এই প্রার্থী নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।