Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের হরিরামপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর গ্রেপ্তার

আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ, 
নভেম্বর ১৬, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ, 

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুতফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (১৪ নভেম্বর ) রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হলেও অভিযান শেষে শনিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে বলে জানান মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) আব্দুল্লাহ আল মামুন।
অতিরিক্ত পুলিশ সুপার মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো মোশাররফ হোসেনের নেতৃত্বে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হলেও রাত ও দিনে অভিযান শেষে শনিবার তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

রবিবার সকালে তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

মামলার নথিপত্রের বরাতে হরিরামপুর থানা ওসি মো. মজিবুর রহমান বলেন, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসভবনে।

সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২৪ সালের ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। সে মামলার আসামী লুতফর। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন লুতফর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।