Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কালিয়া থানার ওসির বিরুদ্ধে স্ত্রীর নারী নির্যাতন মামলা

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হাসানুল কবিরের বিরুদ্ধে তার স্ত্রী মোছা সাদিয়া কানিজ সিদ্দিকা বৃষ্টি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ১১ গ ৩০ ধারায় মামলা দায়ের করেছেন।

রোববার (১৬ নভেম্বর) মামলাটি গ্রহণ করেন বিজ্ঞ আমলী আদালত কালিয়ার বিচারক মারুফ হাসান। তদন্তভার প্রদান করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে। মামলা নং: এমপি ১০১/২৫ (কালিয়া)।

এজাহার অনুযায়ী, গত ১৯ অক্টোবর কালিয়া পৌরসভার রেস্ট হাউসের তৃতীয় তলায় বাদী নির্যাতনের শিকার হন। বিবাহিত জীবনে আসামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কের কারণে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া প্রাইভেটকার কেনার অজুহাতে যৌতুক হিসেবে ২৫ লক্ষ টাকা দাবি ও অস্বীকৃতির কারণে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।

মামলায় সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছে বাদীর পিতা ও কন্যাসহ কয়েকজনের নাম। এ বিষয়ে মোঃ হাসানুল কবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, “বাদী কৌশলে আমার সম্পত্তি লিখে নিয়েছে; পরকীয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।