Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় হেলেঞ্চাহাটি কঠুটাকান্দী মাদরাসা মসজিদ নির্মাণকাজের শুভ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চাহাটি কঠুটাকান্দী এলাকায় মাদরাসা মসজিদের নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, “মসজিদ মুসলিম সমাজের আত্মিক ও নৈতিক বিকাশের মূল কেন্দ্র। নতুন এই মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের ধর্মীয় শিক্ষা ও ইবাদতের জন্য আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। সরকার ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং আমরা সবসময় জনগণের পাশে আছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, প্রধান শিক্ষক গোলাম রসুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ।

বক্তারা বলেন, মসজিদ নির্মাণ হলে এলাকার ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে নতুন গতি সৃষ্টি হবে। শিক্ষার্থীরাও একটি উন্নত পরিবেশে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

অনুষ্ঠানের শেষে মসজিদ নির্মাণকাজের সফল সমাপ্তি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।