হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত হন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়বিশুদিয়া গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডা. আবুল কেনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা প্রমুখ।

