Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ককটেল বিস্ফোরণে এক নারী আহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে আনতে গিয়ে তিনি রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্ট থেকে প্রায় ২৫–৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাতে থাকা টোকানো মালামালের সঙ্গে গোলাকৃতির একটি বস্তু ভুলবশত নাড়াচাড়া করার ফলে তা বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের ২–৩টি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

হোটেল মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির জানান, তিনি প্রচণ্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন মহিলা আহত হয়েছেন। আহতকে দ্রুত কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কোটালীপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল জাতীয় কিছু বিস্ফোরণের কারণে ওই নারী আহত হয়েছেন। তার অবস্থা গুরুত্বপূর্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দোকার হাফিজুর রহমান আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, তারা ঘটনা তদন্ত করছেন এবং আহত নারী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।