1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে দাফনকারী নড়াইলের সিরাজুল ইসলাম প্রধানমন্ত্রীর সাক্ষাত চান

Reporter Name
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১০৯৮ জন নিউজটি পড়েছেন।

শরিফুল ইসলাম, নড়াইলঃ

১৯৭৫ সালের ১৫ আগষ্ট  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাফনকারী তৎকালীন পুলিশ সদস্য (কনষ্টেবল) লোহাগড়া উপজেলার কাজী সিরাজুল ইসলাম (৭৪) প্রধানমন্ত্রীর সাক্ষাত পেতে চান। এই সাহসী মানুষটি সেদিন বঙ্গবন্ধুর লাশের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার সামনে বলেছিলেন ইসলামী শরিয়াহ মোতাবেক মুসলিম রীতিতে বঙ্গবন্ধুকে গোসলসহ দাফন-কাফন করতে হবে। গত ১৮ জানুয়ারি ইতনা গ্রামের নিজ বাড়িতে তিনি সাংবাদ সম্মেলনে করে বলেন, বঙ্গবন্ধুকে গোসল করানোসহ দাফন-কাফনের সেদিনের মর্মস্পর্শী কাহিনীগুলো। এ সময় সাহিত্যিক ও সাংবাদিক আলী আজগর রাজা, শিক্ষক নারায়ন চন্দ্র বিশ্বাস, কাজী সিরাজুল ইসলামের বাল্যবন্ধু কাজী বাবুল হোসেন, বড় ছেলে শরিফুল ইসলাম, শিকদার ফারুক হোসেন, কাজী শরাফত হোসেনসহ গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কনষ্টেবল কাজী সিরাজুল ইসলাম (কনষ্টেবল নম্বর- ২০৭৩) জানান, ১৯৭৫ সালের আগষ্টে গোপালগঞ্জ তৎকালীন সাব-ডিভিশন পুলিশ অফিসার (এসডিপিও) আব্দুল মান্নানের দেহরক্ষী (বডি গার্ড) ছিলেন তিনি। ১৪ আগষ্ট পুলিশের নতুন পোষাক আনতে ফরিদপুর যান। ওই সময় বেতন, রেশন, কাপড় সবই ফরিদপুর থেকে দেয়া হতো।ওই রাতে খাবার খেয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলাম।আমাদের কাছে থাকা রেডিও বন্ধ করতে মনে ছিল না।রাত পৌনে ৩টার দিকে রেডিওর খবরে শুনি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে।খবর শুনে ওই সময় পুলিশের পোশাক পরে গোপালগঞ্জের দিকে রওয়ানা দিলাম। অনেক কষ্ট করে ভোরে গোপালগঞ্জের বাসায় এসে পৌঁছালাম। সকাল সাড়ে ৭টার দিকে এক পুলিশ বাসায় এসে জানালেন এসডিপিও স্যার দ্রুত ডেকে পাঠিয়েছেন। পোষাক পরে দ্রুত স্যারের কাছে চলে গেলাম।পরে তখনকার ম্যাজিষ্ট্রেট আব্দুল কাদের স্যার ,এসডিপিও আব্দুল মান্নান স্যার এবং আমি একটি স্পিডবোডে করে টুঙ্গিপাড়ায় যাই।সেখানে গিয়ে থানায় অবস্থান করছিলাম। বঙ্গবন্ধুর মরদেহ তখনও আসেনি। এরই মধ্যে জানতে পারলাম বঙ্গবন্ধুর জন্য কবর খোড়ার কাজ চলছে।

বেলা আনুমানিক ১০টা-১১টার দিকে বঙ্গবন্ধুর মরদেহ হেলিকপ্টার করে নিয়ে আসা হলো।মরদেহের সঙ্গে সেনাবাহিনীর একজন মেজর ও সিপাহী দেখতে পেলাম।হাসপাতাল ও পুলিশের লোক মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে নিয়ে আসলো। কাঠ দিয়ে তৈরি কফিন খোলার পর দেখা গেল মরদেহ চা পাতি আর বরফ দিয়ে ঢাকা।মরদেহ সাদা একটি কাপড় দিয়ে মোড়ানো। কাপড়টি কাফনের কাপড় নয়,এমনি একটি কাপড়। তখন ওই মেজরের কাছে বললাম স্যার মনে হচ্ছে লাশের তো গোসল হয়নি।মেজর সাহেব রাগান্বিত স্বরে বললেন, কে কার গোসল করাবে।আমি বললাম, মুসলমান হিসেবে তাকে গোসল করাতে হবে, কাফন দিতে হবে।তারপর দাফন করতে হবে।তখন তিনি রেগে গিয়ে বললেন,আপনার বাড়ি কোথায়। তিনি ভেবেছিলেন আমি বঙ্গবন্ধুর আত্মীয় হবো। আমি বললাম নড়াইলের লোহাগড়া থানার ইতনা গ্রামে আমার বাড়ি। মেজর বললেন, দেরি করলে লাশ ছিনতাই হয়ে যেতে পারে। আমি বললাম স্যার ১৪৪ ধারা জারি আছে। ফোর্স দিয়ে টুঙ্গিপাড়া ঘেরাও আছে।তিনি বললেন,গোসল কে করাবে,কত সময় লাগবে।আমি বললাম, গোসল আমি করাবো এবং আধাঘন্টার মধ্যে হয়ে যাবে।তখন গোসল করানোর অনুমতি দিলেন তিনি।বঙ্গবন্ধুর পরনে ছিল গাঞ্জাবি আর লুঙ্গি। গোসল করানোর সময় বঙ্গবন্ধুর চাচাতো চাচা আব্দুল মান্নান টিনের দুটি পুরানো বালতি আর সিলভারের একটি বদনা নিয়ে আসলেন।গোসল করানোর জন্য আনা হলো ৫৭০ কাপড় কাচার সাবান।তখন এতো খারাপ লাগলো এই ভেবে বঙ্গবন্ধুকে গোসল করাতে হলো ৫৭০ কাপড় কাচা সাবান দিয়ে। একথা চিন্তা করতে দুচোখ দিয়ে পানি এলো। জাতির জনককে গোসল করালাম নিজ হাতে। বঙ্গবন্ধুকে গোসল করাতে গিয়ে দেখলাম বুকের বামপাশে তিনটি গুলির চিহ্ন।আরেকটা গুলি ডান হাতের আঙ্গুলে লেগেছিল।গুলি লেগে আঙ্গুলটি উল্টে গেছে।

গোসলের পর কাফনের কাপড়ের দরকার। তখন ইতনা গ্রামের বাসিন্দা মোকলেছুর ছিলেন টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার। ওনি বললেন আমি কাফনের কাপড় নিয়ে আসছি।কাফনের জন্য যে কাপড় পাওয়া গেল সেটি মার্কিন থান কাপড়।এটি রিলিফের কাপড়।কাপড় জোড়া দিয়ে কাফনের কাপড় প্রস্তুত করা হলো। কাফন দেয়ার সময়ও বঙ্গবন্ধুর নিথর দেহ থেকে রক্ত বের হচ্ছিল।কয়েকবার রক্ত পরিষ্কার করার পর কাফন করলাম।এরপর জানাযা অনুষ্ঠিত হলো।জানাযায় ২০-২৫ জন লোক ছিলাম। পুলিশ ষ্টাফ আর হাসপাতালের লোক জানাযায় অংশ নিলেন।জনসাধারনকে জানাযায় অংশ নিতে দেয়া হয়নি। জানাযা শেষে বঙ্গবন্ধুর মরদেহ দাফনের জন্য কবরের কাছে নিয়ে আসলাম।জাতির জনকের মরদেহ আমি নিজ হাতে কবরে রেখেছি।কবরে বাঁশের স্তর দিয়ে ঢেকে দেবো। এমন সময় কয়েকজন মহিলা ওই মেজরের হাত-পা ধরে কান্নাকাটি করছে এই বলে, তাদের যেন একবার বঙ্গবন্ধুর মুখটা শেষবারের জন্য দেখতে দেয়া হয়। মেজর বললেন না এখন দেখানো যাবে না। তখন আমি তাদেরকে বললাম আপনাদের বাড়ি কোথায়। তারা জানালো বাড়ি কোটালীপাড়া। তখন আমি বললাম স্যার ১০-১২ মাইল রাস্তা পার করে এরা কষ্ট করে এসেছে চোখের দেখা দেখতে।তখন মেজর বললেন, কে দেখাবে। তখন আমি বললাম স্যার আমি দেখাবো। মেজর আমার উপর ক্ষেপে গিয়ে বললেন আপনিতো আচ্ছা লোক।লাশ আসার পর থেকে এর পিছনে লেগেই আছেন।তখন আমি আবার কবরে নেমে তাদেরকে লাশের মুখ দেখালাম। উনারা বঙ্গবন্ধুর মুখ দেখেই হাউমাউ করে কেঁদেছিলেন।

আমি তাদেরকে বললাম আপনারা উনার জন্য দোয়া করেন।পরে দোয়া পড়ে কবর থেকে উঠে আসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION