Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সদস্যদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সদস্যদের বসতবাড়ির অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় এনে সবজি উৎপাদন বাড়ানোর উদ্যোগ হিসেবে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ব্র্যাকের ‘দাবি কর্মসূচি’র আওতায় লালমনিরহাট-১ অঞ্চলের কাউনিয়া এলাকায় ব্র্যাক এরিয়া অফিসে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রায় ৫০ জন সদস্যের হাতে বিভিন্ন শাক-সবজির বীজ তুলে দেওয়া হয়।

বিতরণকৃত বীজের মধ্যে ছিল—শিম, শসা, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, বেগুন, মিষ্টি কুমড়া, মুলা ও টমেটোসহ নানা ধরনের শাক-সবজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক রিপন কুমার মন্ডল, উপজেলা হিসাব ব্যবস্থাপক দিপক কুমার শাহ্, শাখা ব্যবস্থাপক শাহাজাহান ইসলাম, বিসিইউপি শাখা ব্যবস্থাপক সাজেদুল রহমান, দাবি প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোছা. ফাতেমাতুজোহরা ও একেএম আজিজুর হক কবির।

প্রকল্প ব্যবস্থাপক রিপন কুমার মন্ডল বলেন, “বসতভিটার আশপাশের পতিত জমিতে সবজি চাষ করলে যেমন সবজির ঘাটতি কমবে, তেমনি নিম্নআয়ের পরিবারের আর্থিক উন্নয়নেও সহায়তা করবে।’’

উপকারভোগীরা এ কার্যক্রমকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা জানান, ব্র্যাক দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।