Nabadhara
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের মতবিনিময়

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
নভেম্বর ২৩, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লার সাথে পলাশবাড়ীর বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, পৌর প্রশাসন, শিক্ষকমণ্ডলী ও প্রিন্ট–ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণীর মানুষ অংশ নেন।

সভায় সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন নবাগত জেলা প্রশাসক। তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও চলমান সমস্যাগুলো সমাধানে সবার সমান সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। প্রশাসন জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চায় এবং উন্নয়ন ও সমস্যা দূরীকরণে সবার পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ফুল দিয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লাকে বরণ করে নেন।

স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পলাশবাড়ীর অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করে সভা শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।