Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় গৃহবধুকে হত্যার অভিযোগ

MEHADI HASAN
জানুয়ারি ১৯, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে শারমিন(২৩) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে ! গত সোমবার (১৮ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পুর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের সংসার সুখে কাটছিল। মেয়ের পিতা লিটন শেখ অভিযোগ করেন, যৌতুকের দাবিতে গত সোমবার বিকালে ইতনা নিজ বাড়িতে জামাই রিকাত শেখ আমার মেয়ে শারমিন(২২) কে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। আমি খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সেখান থেকে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

নিহত শারমিনের শ্বশুর বাবলু শেখ বলেন, আামি শুনেছি ছেলের বৌ গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।