Nabadhara
ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় “ক্রেইন প্রকল্পের উপকারভোগীদের উন্নত সবজী চাষ ও হাঁস,মুরগী পালন প্রশিক্ষণ

MEHADI HASAN
সেপ্টেম্বর ৪, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিত্য়া “পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” এর উদ্যোগে কচুয়া উপজেলায় ৭টি ইউনিয়নে ৪হাজার ৬শত ৫৮ জন উপকারভোগী(গর্ভবতী,৫বছরের নিচে শিশুর মা) নির্বাচিত করে গত ১৮ আগস্ট থেকে চলমান রেখে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে উপকারভোগীদের বসত বাড়ির আঙ্গিনায় উন্নত সবজী চাষ ও হাঁস,মুরগী পালন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষনে স্বস্ব ইউনিয়নের ইউপি সদস্যগন অংশগ্রহন করে ফিডব্যাক প্রদান করেন।

গত ২ সেপ্টেম্বর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল ক্রেইন প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বাঁধাল ইউনিয়নের প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। প্রশিক্ষন পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও সেবা সম্পর্কে ধারনা প্রদান করেন। প্রশিক্ষানার্থীদের মাঝে প্রকল্প থেকে প্রদত্ত উপকারভোগী কার্ড,খাবার,ম্যাটেরিয়ালস প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন ক্রেইন প্রকল্প ও জেজেএস এর কচুয়া উপজেলা সমন্বয়কারি মোসা: মাহফুজা আক্তার মনি,ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। তিনি বলেন ক্রেইন প্রকল্পের কার্যক্রম খুবই প্রশংসনীয় এখান থেকে অনেক কিছুর শেখার আছে যা অন্যদের অনুকরন হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, বাগেরহাট জেলার মোল্লাহাট, কচুয়া, শরণখোলা ও মোংলা উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সহযোগিতায় (ক্রেইন) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।