দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার আইন ও সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলামকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ আগস্ট ২০২৪ ও ২২ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিপত্র অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

