পঞ্চগড় জেলা প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতারা স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের সবচেয়ে পুরাতন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ১৮৭০ সাল থেকে জনগণের দোরগোড়ায় সেবা দিয়ে আসছে। চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সরকারের নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন হিসেবেও দায়িত্ব পালন করছেন তারা। ইউপির ব্যাংক হিসাব পরিচালনাও চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ স্বাক্ষরের মাধ্যমে হয়ে থাকে। ফলে দায়িত্বের পরিধি যেমন বিস্তৃত, তেমনি গুরুত্বও অত্যন্ত বেশি।
স্মারকলিপিতে আরও বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকরির বিধিমালা-২০১১ অনুসারে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগযোগ্যতা স্নাতক ডিগ্রি (২য় বিভাগ) নির্ধারিত এবং বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেডে অন্তর্ভুক্ত। বিধিমালার ১৩ নম্বর বিধান অনুযায়ী পদোন্নতির সুযোগ থাকলেও পরবর্তী পদ বা ধাপ নির্ধারণ না থাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই ১০ম গ্রেড বাস্তবায়নসহ পদোন্নতির সুস্পষ্ট কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।
জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ইমাম রাজী টুলু স্মারকলিপি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা কমিটির সভাপতি আলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলুর, কামরুজ্জামান, খলিলুর রহমান মামুন, নুরজাহান বেগম, রবিউল হক প্রমুখ।

