পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বাৎসরিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সচিব মেরাজুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি শরিফ হোসেন। সাধারণ সদস্যরা পঞ্চগড় জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়নধারা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
এ সময় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ট্রেজারার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক নুরুজ্জামান বাবু।
সভায় চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

