Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা জরুরি

পঞ্চগড় জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর সব পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়ে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড়ে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। সুশাসনের জন্য নাগরিক—সুজন পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি। বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নির্বাচনী পরিবেশ সুদৃঢ় করতে নানামুখী প্রস্তাবনা উপস্থাপন করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিক। সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু। এসময় সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেস দে, জাহাঙ্গীর আলম জীবনসহ অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।