পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখল করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশরা। রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটায় পলাশবাড়ী প্রেসক্লাবে আনছার আলী প্রধান ও তাঁর পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে আফিরুল প্রধান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, আনছার আলী প্রধানের জ্যাঠাতো ভাই ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুন্নবী প্রধান সবুজ সামাজিক ও আর্থিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক পৈত্রিক সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করে আসছেন। তিনি পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, তাঁদের ন্যায্য অংশের জমি ফেরত পেতে বহুবার অনুরোধ করা হলেও নুরুন্নবী প্রধান সবুজ বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যান। সমঝোতার মাধ্যমে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে স্বত্ব ঘোষণাসহ ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেছেন।
ওয়ারিশরা অভিযোগ করেন, আদালতের আদেশের পরও বিরোধীয় তফসিলভুক্ত জমিতে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জন করা হচ্ছে। উক্ত জমিটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নুরপুর মৌজা (জেএল-৪২), সিএস খতিয়ান নং–১০ এবং দাগ নং–৪০৮-এর মোট ৪৬ শতক বলে জানানো হয়।
তাঁরা জানান, “পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় বাধ্য হয়ে আমরা সত্যটি জনগণের সামনে তুলে ধরছি।” একই সঙ্গে পলাশবাড়ীর সুধী সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সমস্যাটির ন্যায়সংগত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে শান্তনা বেগম, দুলাল প্রধান, বেলাল প্রধান, কাদের প্রধান ও সজিব প্রধানসহ অন্যান্য ওয়ারিশরা উপস্থিত ছিলেন।

