মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দু’টি নির্বাচনী অফিসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, “গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
আগামী ৩০ জানুয়ারি তৃতীয়ধাপে নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।