কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত খোকা মিয়া (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত খোকা মিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের বাসিন্দা এবং পেশায় ছাগল ব্যবসায়ি।
স্থানীয়রা জানায়, খোপাতি গ্রামে ২ শতাংশ জমির মালিকানা নিয়ে খোকা মিয়া ও প্রতিবেশী ইজার উদ্দিনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে বসতবাড়ির সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ইজার উদ্দিন, তার ভাই তোফাজ্জল হোসেন, ছেলে ফারুক হোসেন ফিরোজ, স্ত্রী ফাইমা বেগম সংঘবদ্ধ ভাবে খোকা মিয়াকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা খোকা মিয়াকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে খোকা মিয়া মারা যায়। কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) নজমুল হক জানান, মরদেহের ময়নাতদন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে মৃতের স্বজনদের সাথে কথা বলেছি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না।

