মো: জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩৩৫ পিচ ইয়াবসহ বাবু মোল্লা (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম।
১৪ সেপ্টেম্বর ( মঙ্গলবার) রাতে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। বাবু মোল্লা ওই গ্রামের মোসাক মোল্লার ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) শরীফুল ইসলাম সমন্বয়ে পুলিশের একটি দল লাহুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বাবু মোল্লাকে আটক করা হয়। আটকপূর্বক তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।