স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে রাস্টীয় আইন অম্যন্য করে লাইসেন্স বিহীন মৎস্য ডিপো পরিচালনা করার অপরাধে ৩ ডিপো মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ( ২০জানুয়ারী) দুপুরে উপজেলার বাখেরগঞ্জবাজারে ও রায়গ্রাম মন্ডল মার্কেটে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম, জিল্লুর রহমান রিগান অভিযান পরিচালনা করে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন আইন এর বিধিমালা ১৯৯৭ অনুযায়ী এ জরিমানা আদায় করেন।
এসময় উপজেলার বাখরগঞ্জ বাজারের ভাই ভাই ফিসের মালিক তপন বৈরাগীকে ৩ হাজারটাকা, নাহিদ ট্রের্ডাসের মালিক দিদারুল ইসলামকে ২ হাজার টাকা, ও রায়গ্রাম মন্ডল মার্কেটের চিত্রা ফিসের মালিক সুজিত মন্ডলকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।