Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চুক্তির মেয়াদ শেষের আগেই চা পাতা কর্তনে বাধা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে চুক্তিপত্রের মেয়াদ শেষ না হতেই চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি ও হুমকি ধামকির দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম (বাবলু) এর বিরুদ্ধে ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন লিজ গ্রহণকারী ভুক্তভোগী তাজমুল হক ও বুলবুল হক।

ভুক্তভোগীরা জানান, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের কাছ থেকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী গ্রামের দো-মুখা নামক এলাকায় সাড়ে ৪২ একর জমির চা বাগান ৬ মাসের জন্য লিখিত চুক্তিপত্রের মাধ্যমে লিজ গ্রহণ করেন। যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

কিন্তু এর মাঝেই লিজ গ্রহণকারীদের চা পাতা কর্তনে বাধা প্রদান, চাঁদা দাবি ও হুমকি ধামকি দেন লিজ দাতা। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় শুক্রবার (১২ ডিসেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

সঠিক বিচারের দাবিতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ভুক্তভোগী দুইজন এ সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, তারা চুক্তি ভঙ্গ করায় আমি তাদের নোটিশ করি। উল্টো তারায় আমাকে নানা হুমকি ধামকি দেয়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় তাদের বিরুদ্ধে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন. এম নুরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।