গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী স্মৃতিফলকে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইব্রাহীম, পুলিশ বাহিনীর পক্ষে মডেল থানার ওসি তারিক হাসান রাসেল ও গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষে আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.ইব্রাহীম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

