Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে মহান বিজয় দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে স্বাধীনতার সূর্য সন্তানদের।

এ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক, হবিগঞ্জ ও জেলা পুলিশ সুপার সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।