মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় চাঁদাবাজি ও ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকেরহাট এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে চাঁদাবাজির একটি মামলা এবং ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। মামলাগুলো করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি। এসব মামলায় আবু বকর সিদ্দিক বক্কস এজাহারনামীয় আসামি ছিলেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ সরদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশন: যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক বক্কস।

