Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি মাসুদ, সম্পাদক জসিম

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় “যেখানেই কলম অবিচল, সেখানেই আমরা”, এই স্লোগানকে ধারণ করে সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও গতিশীল করতে খানসামা মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে খানসামা মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।

এর আগে প্রত্যক্ষ ভোটে মাসুদ রানা সভাপতি এবং জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শেখ, সাংগঠনিক সম্পাদক লায়ন ইসলাম, অর্থ সম্পাদক এ.আর রহমান, দপ্তর সম্পাদক উজ্জ্বল রায়, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, সদস্য নূর আমিন, শফিকুল ইসলাম সোহাগ, মজনু আলম, রাকিব ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, খানসামা মডেল প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করলে সংগঠন আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “এই দায়িত্ব কোনো একক ব্যক্তির নয়। সবাইকে সঙ্গে নিয়ে পেশাদার সাংবাদিকতার মান রক্ষা ও সংগঠনের সুনাম অটুট রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।