আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী (গাইবান্ধা)
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন,“অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা ও উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের মতে, গাইবান্ধা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ এবারের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

