Nabadhara
ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তুচ্ছ ঘটনায় পিতা- পুত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা!

MEHADI HASAN
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দূর্বৃত্তরা। ১৯ সেপ্টেম্বর (রবিবার) রাাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার লক্ষীপাশা ইউপির বয়রা গ্রামের দক্ষিণপাড়ার সাহেব শেখ (৫৬) গত রোববার বিকালে স্থানীয় একটি ডোবায় ঘূণি (বাঁশের তৈরী মাছ ধরার ফাঁদ) পাতে। এ নিয়ে একই গ্রামের জমির শিকদার (৫৮)’র সাথে সাহেবের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে জমির শিকদার, সাহেব শেখকে বেধড়ক মারপিট করে। এরই জের ধরে রোববার রাত ৮টার দিকে জমির শিকদারের তিন ছেলে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামলা চালিয়ে তার পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় দুর্বৃত্তদের ঠেকাতে গেলে সাহেবের ছেলে সুজন শেখ (২৭)কেও তারা কুপিয়ে আহত করে। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাদেরকে খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন নবধারা কে বলেন, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।